Sanjay Karmakar
Top Contributor ·
22 hours ago ·
রসে রঙ্গে এই বঙ্গে ঢেউ ওঠে ভোট এলে
তারি সাথে পথে ঘাটে কবিতার ঢেউ মেলে!!
গদি দেয় জনতায়
কবি করে হায় হায়!!
নাচে গানে উত্থানে কবি খেলে ঢাক ঢোলে!!
হাঁস থেকে হাঁসজারু রাখালের কপালে
কেন দাদা কবিতায় এত তারে ঠকালে!!
অনু বোমা মেরে দিলে!!
আভি সব কাজ ফেলে-
পিছু পিছু যাবে তারি-রোজ ভোরে সকালে!!
পাপ করেছি বেশ করেছি পরকালের পাইনে ভয়
তোমরা ভয়ে সিঁটকে মরো ছেঁড়া কাঁথায় করছো তয়!!
বৈতরণীর ওই পারে ভাই
কেউ কি মোরা দেখতে পাই!!
ইহকালে রইতে সুখে ছল চাতুরীর বাইছি নায়!!