Sanjay Karmakar
Top contributor
· Sdonptrsoe02c017cmftai4ni7taoiasum27J60tmi7171a666muw03i6f7·
কবিতা পারে
কবিতা পারে সুস্থ একটি মানবিক পরিবেশ গঠন করতে,
কবিতা পারে নিষ্ঠুর জল্লাদের বুকেও প্রেমের শিখা জ্বালিয়ে দিতে।
কবিতা পারে বিদ্রোহের অনল জ্বালিয়ে-
শত শত শোষিত বঞ্চিত বুভুক্ষু মানুষের শোণিতে শোণিতে
বিদ্রোহের বীজ বপন করে,
দাবানলের বহ্নিশিখায় অত্যাচার আর অত্যাচারীর
শেষ পরিণতি লিখে দিয়ে-
সুস্থ স্বাভাবিক সার্বভৌম স্বাধীন রাষ্টের জন্ম দিয়ে
সুস্থ শাসন ব্যাবস্থা কায়েম করে-
বুভুক্ষ নির্যাতিত নিপীড়িত মানুষগুলোর মুখে
দুবেলা আহারের যোগান দিতে।
দেখোনি একাত্তর শোননি সে কবিতা!!
যে কবিতার মাহাত্মে লক্ষ কোটি নিপীড়িত সাধারণ জনগন
বাড়ির মা বোনেরা লুটিয়ে দিয়েছিল তাদের আব্রু,
দেখনি কি সেই মুক্তির প্রাঙ্গণ শোন নি কি সেই সিংহনাদের শব্দ
সেই কবিতা, "এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম"।
তাই ভিক্ষা নয় ভিক্ষুক নয়
গাহি আমি সাম্যের জয়োগান
তাই ভালোবাসি কবিতা
শব্দের রণাঙ্গন।।