রক্তাক্ত বাংলাদেশ রক্তাক্ত কবিতার আসর,
রক্ত হোলি খেলছে যারা কেউ পাবেনা পার, জাহান্নমের বহ্নি দহে রইলো খোলা দ্বার।।বাংলা জানে শহীদ হতে বাংলা জানে রণ, দেশ ও জাতির সাম্য গানে অমোঘ তাদের পণ।।বৃথাই কভূ যায় নি লহু ইতিহাসেই লেখা, বাংলা জানে অরির দেশে ছাটতে কেমন পাখা। স্বাধীন দেশের লক্ষ শহীদ আজ রয়েছে চেয়ে, আশীষ তাদের মাথায় লয়ে উঠনা সোপান বেয়ে। জয়ের তিলক মাথায় লব দিব্যি মায়ের নিও, তোমরা তরুণ তোমরা অরুণ বাংলা মায়ের প্রিয়।।
কবিতার আসরের পাতা খুলতেই চমকে গেছিলাম ভাবলাম নতুন মনিটার টা বোধহয় খারাপ হয়ে গেল। পরে বুঝতে পারলাম সব।।