Sanjay Karmakar
Top contributor · October 14 at 8:20 AM ·
পুষ্প সকল শিউলি জবা মায়ের চরণ তল
পাইতে জেগে উঠেই ভোরে দারুন কোলাহল।
কে কার আগে মিছিল চলে যাবেই ঠাকুর ঘরে
সুঁই আর ধাগায় বাধতে পরাণ জাগতে থাকে ভোরে!!
বুঝলে কবি বুঝলে ভালো নাই বা যদি পারো!!
হিসাব কিতাব আরো নানান বলছি আমি ধরো-
সূর্যি মামা উদলে পূবে পাখিই কেনো জাগে
কিচির মিচির করেই কেন ফাগুন অনুরাগে!!
আলয় সুখের হয় গো অনেক তৃপ্ত হলে হৃদ
অল্পে কেনই হয় না বাসর চায় গো নানাবিধ!!
বিষয় আসয় পিছেই যে রয় পরাণ গেলে পাখি
তবুও কেনই নিত্য দিন ওই চাই গো ওসব মেকি!!
বলতে পারো মৃত্যু হলে পরাণ কোথায় যায়
সেই কি মায়া তার ওই ছায়া সে তার পিছে ধায়!!
ভস্ম কেনই সাধুর ভূষণ অঙ্গে মাখামাখি
আজকে না হয় এটুক ক'লাম রইলো অনেক বাকি।।