রবি তারি রশ্মিতে রসে বসে ভাসে ধরা
যাহা কিছু গড়া তার জেনো অতি মনোহরা।
অম্লান তারি জ্ঞান প্রজ্ঞা ও প্রণিধানে
সুর তাল লয়ে মাতে-আজি দিনে সসাগরা।
দিবা রাতি জ্বালি বাতি তারি ধারা প্রবাহেতে
কড়ে সম সামর্থ্যে-কাব্যের-ই গিরিখাতে।
কিছু আশ কিছু ভাষ ভাব তারি বিনিময়
মজে মন ধরি পণ গড়া তারি মৌতাতে।
সৌম্যের আরাধনে কাটে দিন বেলা তার
স্কন্ধেতে বয়ে চলি অর্পণে গুরুভার।
ঘন মেঘ কুয়াসাতে কভু প্রাণ হত নীড়
প্রচ্ছদে প্রীতি গানে সাধি সুর বিধাতার।
দীন জনে স্নেহ দানে কেহ নহে আপনার
হৃদ তারা প্রদাহেতে জেনো প্রাণ ক্ষত তার।
সুধা তারি আহরনে ঐশীর আরাধন
প্রত্যয়ে প্রত্যুষে সুধা মাগি তারি দ্বার।
(লেখাটি সরাসরি এখানেই লেখা)