"সুরের টানে"
কবি যে কোন!!অচিন সে কোণ, কোন সে ভূমের বারি
সুরের টানের বন্দনাতেই জীবন সে দেন পাড়ি।
ঘর পরিবার তার হারাবার
দুঃখ বুকে এক পারাবার,
কবি সে তো ভিন্ন জাতের; নিখিল সে তার বাড়ি।
"যুগটা কলি"
লজ্জা শরম মাথা খেয়ে বৌদি আর দেবর তার
রাত্রি কালে যাত্রী ছিল আব্রু সে তার হারাবার।
যুগটা কলি
শোন রে বলি,
এসব কিছুই ফসল তাহার-পরকীয়া বৈধতার।
"বিষ না অমৃত"
বিষ না অমৃত!! কে জানে প্রেম!!
"ঋণের বোঝা"
ঋণের বোঝা বাবা মায়ের আর কিছু নাই ঋণ
তার অবদান পাহাড় প্রমান শুধতে কোনোদিন-
পারবো নাকো ধন আর প্রাণে
মক্কা হজ-দীন আর দানে
এ ঋণ মাথায় বইতে আমার সুখের বাজে বীণ।