"দুঃখিত! আভ্যন্তরীণ সমস্যার কারণে পাতাটি এমুহুর্তে প্রদর্শন করা সম্ভব হচ্ছে না“ অনেক চেষ্টা করেও কমেন্ট দিতে পারি না। কবি বা কবিতা আমাদের রুজি রোজগার দেয় না। নেহাৎ ই শখ বা কবিতাকে ভালোবেসে বা সাহিত্যপ্রেমী মন নেশার খেয়ালে আমরা কবিতা লিখে থাকি। গার্হস্থ জীবনের সমস্ত প্রয়োজনীয়তা সংসার চালাবার জন্য উপজীবিকাতেই সময় উৎরে যায়। তারপর যতটুকু সময় থাকে সেখানে দুঃখিত! আভ্যন্তরীণ সমস্যার কারণে পাতাটি এমুহুর্তে প্রদর্শন করা সম্ভব হচ্ছে না, কবিতা পাঠ অন্তে কোন কমেন্ট দিতে গেলে এমন গোলযোগ যেন গোদের উপর বিষফোঁড়ার মত বক্ষে বিঁধে যায়।। কাব্য পাঠ বা লিখার ব্যাঘাত ঘটে নিমেষেই। সবই যখন ঠিকঠাক চলে আসরে ঠিক তখন ওই কেন এখানেই সমস্যাটি ডানা মিলতে পারে মনে প্রশ্ন জাগে। মাননীয় এডমিন মহাশয়ের নিকট আমার বিনীত আর্জি এই ব্যাপারটির আশু সমাধানের ব্যাবস্থা করুন। বিনীত সঞ্জয় কর্মকার। ধন্যবাদ আর শুভকামনা।