অপ্রকাশিত মন্তব্য নিজেই প্রকাশ করে নেওয়া যায়। মহামান্য এডমিন মহাশয় ও একই কথা জানিয়েছিলেন। কিন্তু আমার কোনও লেখায় অপ্রকাশিত মন্তব্য আসলে সেখানে তেমন কোন অপশন কেন থাকে না, কেউ কী জানাতে পারবেন। মন্তব্যটি কপি পেষ্ট নিচে দিলাম।
Rupak Kumar Rakshit ১৬/০৪/২০১৯, ১৩:০৬ মি:
সুন্দর উপস্থাপনা। শুভনববর্ষ।
২৭.১৪৭.২৪২.৫১ মুছে ফেলুন
নিবেদনে সঞ্জয় কর্মকার।