(বাবা দিবসে কয়েকটি কবিতার কমেন্টে যা লিখেছিলাম সংযুক্ত করে একক কবিতা হিসাবে প্রকাশ দিলাম তা)
পিতা পরম ধন যার জন্য জীবন
লড়ে যান সয়ে যান ক্ষয়ে যান আমরণ।
অপত্য তরে মমতার দ্বারে হৃদয় তাহার ধরা
সুরভি তাহার ছায়া তল তার বন্দে সসাগরা।
ওষ্ঠে জহর হলাহল তার পীযুষ তাহার হৃদ
উদারতা তার আকাশ সমান সহনেতে নানাবিধ।
বাবা মানে বোবার জাতি গুমরে কাঁদে হৃদ
হাজার বোঝার পাহাড় কাঁধে না হয় যদি নিদ-
তবুও ছোটে ছোটাই যে তার রানার ছোটে পথ
বাবার চেয়ে আপন কেহ নাইরে নিরাপদ।