বল আর বাহু সঙ্গী রাহু গ্রাস করেছে পৃথীই আজ
রণ আর বানই জপের মালা দিগ্বিদিকে দানব রাজ।
দানব সবে নাচছে ভবে নৃত্য তার ওই ভয়ঙ্কর
(আজ) তুর্য নাদে কাঁপছে ধরা জন্তু মানব নাই অন্তর।।
মরছে কচি মরছে কাঁচা মিসাইলের ঘাতক বাঢ়ে
মানবতার ধ্বজা উড়ায় নিদ্রা দশের নিচ্ছে কেড়ে।।
আগ্রাসনের চক্রব্যূহে বিশ্ব ব্যাপী চলছে ত্রাস
আমির রাজে বন্ধ্যা জমিন হিংসা তার ওই চলছে চাষ।।
আর মেদিনী কাঁদছে সবে হিংস্র ক্রুর করাল গ্রাসে
লুন্ঠনেতে গৃদ্ধ সকল-তার সে থাবা সর্বনেশে।।
দাম্ভিকতায় অরাজকতায়-রুধির ধারা বইছে নদে
নাই রে মানুষ আজ এই ভবে জান্তবতায় খল আর বদে।।
এই মেদিনী স্বচ্ছ সরল শ্যামলিমায় স্নিগ্ধতায়
প্রশান্তির ওই শ্যামল ছায়া-বিদ্ধ আজি মন্ত্রনায়।।
যন্ত্রনাতে কাতর অতি-নাই সে কোমল আজ রে হায়
চিন্তনেতে পরাণ কাঁদে-কোন সে দিশায় বইছে নায়!!