Sanjay Karmakar
·
ভোটের পরে ভোল পাল্টায়
নেতা কেতা দাদা,
সব ভুলে দান পাশার চালে
পাঁচটি বছর সাধা।। ও দাদা-
সব ভুলে যায় মিথ্যা বুলি
গদির ভারে ভরায় ঝুলি
ভ্রষ্টাচারেই মাতি-
দেশের এবং দশের হিতে
করতে চলে ক্ষতি।। এই তো দাদা মতি।
দেশ বিদেশে ভ্রমণ চলে
আর জনতা যাতার কলে
পণ্য ঘাতেই কাঁদে,
কাঁদতে থাকে নিত্য দিন ওই
নিত্য নতুন ফাঁদে।। রাধে রাধে!!