Sanjay Karmakar
tdnosoeSprn1J8ft4u0t7fagh8f22169tm1sou55a6ti1a35c94ul46awl0·

পূজোয় এবার মাতবো মোরা অসুর বধের তরে,
অসুর রানীর পতন করেই ফিরবো মোরা ঘরে।।
চিণ্ময়ী মা খর্গ হাতে উন্মেষের ওই ভোরে-
পতন হবে অসুর রাজের বাজা মাদল জোরে।।
অবক্ষয়ের শেষ সীমানা পার করে যে রাজ-
সেই রাজে আর নাই ভরসা ফেলবো তথায় বাজ।।
দান খররাত চোখের বালি পুকুর গেছে চুরি
শ্রী হারা আজ লক্ষ্মী সকল ভো-কাট্টা আজ ঘুড়ি।।
শিক্ষা আজি জেল হাজতে স্বাস্থ্য তারি পিছে
সিন্ডিকেটের ছাতার তলে নাইকো রানীর দিশে।।
আজ জনগন ভোদাই যেমন নাই রে সেদিন আর!!
শস্ত্র হাতে আজ সে পথে করতে কোতল বাড়।।
বাদল ঘনায় ঘোর কালোতে বজ্র বাড়ির ক্ষণ
অসুর রাজের আজ পতনে মা এর আগমন।।
ও মা তোমার রুদ্র রূপের-জয় হোক তোর মা
জয় জয় বোল ঢাকের তালে পূজবো প্রতিমা।।