একই কথা বিভিন্ন ভাবে বলা যায়। কোনোটা তার ভাল লাগে কোনোটা ভালো লাগে না। হাত দেখে এক জ্যোতিষী সম্রাট আকবর কে বলেছিল আপনি আপনার জীবদ্দশায় সকলের মৃত্যু দেখে যেতে পারবেন। সম্রাট আকবর জ্যোতিষীকে ৫০ ঘা বেতের বাড়ি উপহার দিয়েছিলেন।
আর এক জ্যোতিষী যখন বলেছিল আপনি আপনার সকল আত্মীয় স্বজনের মধ্যে সবচেয়ে দীর্ঘায়ু হবেন। সম্রাট সেই জ্যোতিষীকে উপহার স্বরূপ হীরের মালা দিয়েছিলেন।
সকাল সকাল মৃত্যু কথাটা শুনতে ভালো লাগে না আর সেই কারণেই-
কবিতার আসরের পাতায় আজ যাদের মৃত্যু দিবস না লিখে আজ যাদের প্রয়াণ দিবস লিখলেই ভালো হয়। মহামান্য এডমিন মহাশয়ের দৃষ্টি আকর্ষণ প্রার্থনা করছি।