Sanjay Karmakar
Top Contributor
·
5 days ago
·
·
আতি পাতি হাতাহাতি খুন গুম রাহাজানি
বল ছাড়া ভোট বাড়া!! ক'ও দেহি কোনখানি!!
দুই চারি লাশ হ'লি
তালি হয় দলাদলি,
তা না হলি সাদামাটা-আস্থায় হয় হানি!! পানি পানি।।
বাড়া ভাতে ছাই তবে-ক'ও দেহি দিবে কোনে
সব ই জুদি ভালা ভালা-নব দিন আগমনে!!
যত মত তত পথ
ভগ্ন এ মনো রথ,
দিন যত যায় শত-ছুটে সবে রণো পানে!!
তবু আশা প্রত্যাশা-জেগে রয় আঁখি পানে।।