বুকের ক্ষতে রক্ত ঝরে প্রণয় তারি দ্বারে
তোমায় আমি ভালোবাসি স্বপ্ন তোমায় ঘিরে।
আঘাত যতই দাও না তুমি
হরিত ততই রইবে ভূমি,
শিরায় শিরায় রক্তে আমার রইবে হৃদয় নীড়ে।
রঙ তামাসা আর তমসা জীবন তো এক দামাল নদী
মিলতে কালে গর্জনেতে বইতে সে রয় নিরবধি।
শান্ত সেথায় স্রোতের বাড়ি
চাইছি যে তাই মিলন তারি,
সঙ্গমেতে প্রেমের সাগর আয় না সখী জীবন সাধি।
মিলন ভূমে মোহনাতে বইবো মোরা এক-ওই খাতে
স্নিগ্ধ তার ওই জ্যোৎস্না ভূমে এ মন আমার স্বপ্নে মাতে।
দীপ্তি সে তার প্রশান্তির ওই
আর ধরাতে বল রে কই!!
ভুবন ডাঙার ও পার রাঙায় আয় না সখী ঊষার প্রাতে।
জীবন তো পল দু-পল কারা ব্যথার সাগর উষর ভূমি
মলিন হেথায় ক্লেদ আর ক্লেশে কন্টকেতে ভরাট জমি।
নাই বা পেলাম প্রলেপ ক্ষতে
তোর বিহনে দিন আর রাতে,
বাসবো ভালো মন মদিরায়, তপ্ত গরল তোরেই চুমি।
বুকের ক্ষতে রক্ত ঝরে প্রণয় তারি দ্বারে
তোমায় আমি ভালোবাসি স্বপ্ন তোমায় ঘিরে।
আঘাত যতই দাও না তুমি
হরিত ততই রইবে ভূমি,
শিরায় শিরায় রক্তে আমার রইবে হৃদয় নীড়ে।