Sanjay Karmakarবাংলা কবিতা - ভারত
Top contributor · 23h ·
অবিবেচক অপরিণামদর্শী অবিমৃষ্যকারী
অহঙ্কার আর অহম বোধের কারণেই আজ
বিশ্ব এহেন দশার সন্মুখ,
ধ্বংস অনিবার্য জেনেও পতঙ্গ যেমন অগ্নি অভিমুখে
তেমনি মানুষ আজ রণংদেহী প্রত্যেকে-
প্রত্যেক দেশ আর প্রান্ত কিনারায়।
প্রলয় অনিবার্য।