"জাগাও আমার প্রেম দিলে"
সাধলে সাধক জনের সেবায় স্বর্গ তাহার স্থান মিলে
দাও না প্রভু সে ধন আমায় জাগাও আমার প্রেম দিলে।
ইহলোকে এই জগতে হিংস্র আজি মানুষ সবে
সাজিয়ে ডালায় প্রেম আর প্রীতি সাধবো জগৎ ফুল আর ফলে।
"বিটকেলে"
কাকা নায় পাল তোলে
কাকি কাশে বিট কেলে
কাকা জলে ছিপ ফেলে
কাকি খায় বড়ি গুলে;
কাকা হাঁক দিলো কাক
কাকি করে প্যাক প্যাক
কাকা মাছ পায় নাই
কাকি রাঁধে বাড়ে নাই।
কাকা তাই মুখ কালা
জুরে দিল কান্নাই।
"প্রহশণ"
অভ্যাসে তারি দাসে ব্যভিচার নাই সীমা
কলিকাল তার তালে নাই প্রেম নাই ক্ষমা।
সেবা তারি মন্দিরে
মানবতা বন্দিরে,
প্রত্যহ দিকে দিকে উগ্র সে জাল বোনা।
জনসেবা হেতু প্রাণ পণ করি প্রহসণ
অভ্যাসে তারি বশে দিকে দিকে চলে রণ।
লাভালাভে মন তার
ঘুষে মিলে প্রাণ তার,
চোরা স্রোতে কালে মেতে চলি মোরা জনগণ।