"রামের নামের বান"
ভুতের মুখে কয় কি হরি-রামের নামের বান
দ্যাখ তো দিমাক!! নয় তো চমক!! মেকি সকল পণ।
কবির কলম নিয়ায় কেড়ে
অমায় গেসে বড্ড বেড়ে,
ন্যাতায় কভি দ্যাসের প্রেমে!! সদাই করে রণ।
"স্বজন পোষণ"
স্বজন পোষণ!!বেশ তো আছি একলা চলো ভাই
যারেই দিবে বাম্বু পাবে-কলির রীতি তাই।
তাই তো আমি জগৎস্বামী
বাক্যি তার ওই আর না মানি,
ভালাই আছি একলা ঘরে আমি আমার রাঈ!!
"প্রেমের অবদান"
রাতির বেলা যায় না বলা-বাতিক কি জে জাগে
প্রেম কি রঙিন কিংবা প্রণয় ফাগুন অনুরাগে।
তার যাতনায় অঙ্গ তারায় আগুন জ্বালে প্রাণ
বান ছোটে নীর, ক্ষীর আর ননী প্রেমের অবদান।
"সংসার"
সংসার!! কত সার
আর কেহ আমি জানি
সেই থেকে যবে সাদি
দু-বেলায় হাল টানি।
ঘানি টানি খাঁবি খাই
সাঁতারেতে পটু নই
খেতে খেতে এখন তো
চুন দেখি দিলে দই।
সারে সারে একাকার
ল্যাজে আর গোবরে
সংসার!! কত সার
ঊড়ি বাবা বাবারে!!