Sanjay Karmakar
nerdpoStosat:tM30gt016 18t3a1304N6al7lamoc2m9vme ul9rfea7buA7  ·
(চিঠি কালের স্রোতে হারিয়ে গেছে তাই কোন এক সাহিত্য পত্রিকা মোটামুটি ১০০ শব্দের চিঠি লেখার প্রতিযোগিতার আয়োজন করেছে। সেখানে আমার এই চিঠিটি লিখে পাঠিয়েছি।)

প্রিয় নীরা,

তোমার দেশে তুমি আশা করি ভালই আছো। তোমার প্রতি ছিল আমার বল্গা বিহীন ভালোবাসা। উত্তাল সাগরের ঊর্মিমালায় আজ আমি খুঁজে বেড়াই তোমার সেই প্রাণ চঞ্চল অবয়ব। জ্যোৎস্নার স্নিগ্ধতা জলাশয়ের শান্ত শীতল বারিধারায় যখন ঢল নামে দুচোখ আমার অশ্রুসিক্ত হয় কপোল বাহিত সে ধারায় লেখা থাকে তোমার প্রেমের প্রশান্তির ইতিকথা। তোমার বিয়োগ ব্যথায় কেঁদে কেঁদে ওঠে অন্তর। মানুষের বর্বরতা ক্রূরতা আর কুচক্রেই আজ তুমি আমায় ছেড়ে চলে গেছ দূর বহুদূর, না ফেরার দেশে। মনুষ্যসৃষ্ট করোনা ভাইরাসের করাল ছোবলে আজ তুমি রয়ে গেলে শুধু আমার অন্তর প্রাণে। অশ্রুসিক্ত নয়নে তোমাকে লিখে চলেছি এই বিয়োগব্যথার করুণ কাহিনী। আকাশ বাতাসে ছড়িয়ে দিব এই বারতা। ওই তারার দেশে হয়তো বা তুমি খুঁজে পাবে ব্যথা ভরা এই চিঠি। নীরা আমি তোমায় ভালোবাসি, আমি শুধু তোমাকেই ভালোবাসি নীরা।।

                                                          ইতি তোমার প্রিয়
                                                            হতভাগ্য বিকি