Sanjay Karmakarবাংলা কবিতা - ভারত
Top contributor
  · July 17 at 9:39 AM
  ·
প্রেমের আলোয় ভরলো ভুবন সুধায় তারি-
চন্দ্রলোকের জ্যোৎস্না ধারার আলোক বারি;
তরঙ্গেতে ধৌত আজি কলুষ কালো
প্রেমের গানে পরিত্রাণে আশার আলো।

এক পারাবার নাই হারাবার দুঃখ হৃদে
জীর্ণ নহে হৃদ পারাবার  আচম্বিতে-
দূর হারানোর নাই বাসনা ভাবনা মনে
সন্তরণে একই সনে দুখ আর রণে।

তরঙ্গেতে ধৌত আজি কলুষ কালো
প্রেমের গানে পরিত্রাণে আশার আলো।

আকাশ তারায় মন যে হারায় হৃদয় আজি
ঝঙ্কারেতে হৃদয় বীণায় উঠলো বাজি-
দিব্য প্রেমের ঝলক তাহে ফল্গু ঝরে
ঐশী তথায় দ্বারকার ওই দুয়ার দ্বারে।

প্রেমের আলোয় ভরলো ভুবন সুধায় তারি-
চন্দ্রলোকের জ্যোৎস্না ধারার আলোক বারি।