আমার বহু লেখা ব্যান হয়েছে এ আলোচনা বিভাগে আর তা শুধু আসরের নিয়মের বেড়াজালে পরে। কবি হিসেবে আর এ আসরের একজন সক্রিয় সদস্য হিসেবে আমি অনুধাবন করতে পেরেছি, আড্ডা বিভাগটায় কবিরা সময় দিতে অনিচ্ছুক বা সে বিভাগ যেন অচ্ছুৎ সবার কাছে। আগে আড্ডা বিভাগে গিয়ে কবিতা লিখতাম , সেটাও বন্ধ করতে হয়েছে অভিযোগের কারণে। কবিদের সাথে কবিতা সম্বন্ধিত আলোচনা করতে গিয়ে কবিতা নিয়ে অভিজ্ঞতা শেয়ার করতে গিয়েও আইনের বেড়াজালে আলোচনা বিভাগে আমার বহু লেখা ব্যান হয়েছে। আমাকে বদ্ধ উন্মাদ বলতেও কেউ ছাড়ে নাই। আর তাই আমার মনে হয় আর একটা বিভাগ এখানে থাকা দরকার যেখানে কবিরা তাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারবে। কবিতার উৎস বা কবিতাটি সৃষ্টির কাহিনী বা ভাবের আলোচনা বিনিময় করতে পারবে। জানাতে পারবে, সে আজ কেমন আছে, কেন সে একদিন আসরে আসেনি বা কেন সে মন্ত্যবের ঘর বন্ধ রেখেছে। নিতান্ত অশোভন না হলে সে লেখা ব্যান হবে না। হার্দিক শুভকামনা রইল প্রিয় কবিসকল। নিবেদনে আপনাদের প্রিয় সঞ্জয় কর্মকার।
আলোচনাটি ৭৬৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ০৪/০২/২০১৯, ২০:৪৪ মি: