Sanjay Karmakar
Top contributor
  ·depSrosont5t400ac01420hml1gh2ucuh2t2i45aft2c200c6c266t44tc2m·

আষাঢ়ের বারিধারা ঝরিছে অঝোর
বজ্রের নিনাদেতে কর কর কর,
প্লাবনে নদীর ধারা ফুলে ফুষে ওঠে
নাব্যতা নাই তারি দুই পারে তটে।।

শিহরিত কাঁপে বুক দুরু দুরু হৃদ
ভাঙিছে তটিনী তায় ছুটে যায় নিঁদ।।
বারিধারা নাহি রোধে অঝোরেতে ঝরে
ফুলে ফুষে নীর তারি পশে ঘরে ঘরে।

নিরন্ন দিন কাটে-বাঁধ ভাঙা বারি তার
ভাসায় প্লাবনে তারি চৌদিকে হাহাকার।।
গোলয়ে গোকুল ভাসে বারি ভারি হলে
নিষ্কৃতি নাহি দে'হে-আজি হলাহলে।।

পানি বিনে নাহি প্রাণ পানিতেই হাহাকার
পরিমিত পরিমিতি নাহি র'লে ক্রোধ তার।।