Sanjay Karmakar
Top contributor ·sndopoertSa42cs80h0li6hmi51uciuu1199i2f5cm7o6Jtmnlgcc99mmuw·
যাহা চাহি পাহি নাহি উচ্চে বা নিম্নে
হতাশায় ভুগি নাহি না পাবার ধূম্রে।
চাওয়া পাওয়া পরিমিতি
জাগতিক প্রেম প্রীতি,
বিষাদেই গতি তারি-লভ্য যা চুম রে!!
চাওয়াতেই মায়া তাই চাই নাকো কিছু ভাই
মোহ হীন রহি সদা সুখে রহি যাহা পাই।
কিছু নাই সার হেথা
ভ্রম তারি কতকথা,
কাল স্রোতে ভেসে যাব-তাই মোহ মায়া নাই।
কিছু নাই কিছু নাই-কিছু চাওয়া চাওয়ি নাই।