Sanjay Karmakarবাংলা কবিতা - ভারত
·
ও ভাই তুমি ঘাড়টি টেরা ঘোড়ার মতন জেদ
তড়িৎ যদি পড়লো মাথায় জীবন তালি ছেদ!!
ঘ থেকে হয় ঘেচুই ভায়া ড় এর পাছায় তিল
মোতিঝিলের মুক্তা ভালো ডানায় ভাসে চিল।।
এসব যদি মানলে ভালো দুধ হতি হয় সর
তা জুদি ভাই জ্বাল টি দিলাম ঘি হয় অতঃপর।।
সোনার নোলক দামটি চড়া হাতি পোষা রাঈ!!
যোগ আর বিয়োগ অঙ্ক জটিল শূন্য হতি পাই।।
আনলে রাধা ঘরের প'রি বুঝতে পাবে জেদ
দু-দিন যেতেই ঘাড়টি সিঁধা-পড়বে জেদে ছেদ।।