Sanjay Karmakar
32m ·
আজকে আমার মন করে নি লিখতে কোনো কাব্য গাথা
মন জানে না কেনই এমন কোন সে কারণ মর্ম ব্যথা।
শূন্য এ মন হৃদ সাগরে নাইকো প্রলয় ঝঞ্ঝা ঝড়
ভাবছি উদাস শান্ত হৃদে কে আছে মোর আপন পর।।
ঘাতক বাণে বিদ্ধ এ মন এমন কতই কালের ক্ষণে
গড় গড় গড় কতই লেখা ভাবনা ছোটে মসির বাণে।।
আজ তো কোমল স্নিগ্ধ বায়ু রোদলা আকাশ নাইকো মেঘ
ঝড় ঝঞ্ঝা তুফান প্রবল ঘূর্ণি তার ওই গতির বেগ।।
হিংসা তার ওই নাইকো থাবা নয়কো ভূমি লোহিত লাল
কৃষাণ তার ঐ কৃষির ক্ষেতে না আছে দল পঙ্গপাল।।
জীবন কি যে কেনই জীবন কেনই এত চাওয়া পাওয়া!!
কেনই এ মন কাঁদতে চলে বিষাদ তার ঐ লপ্ত হাওয়া।।
ঘর পরিবার স্বজন আপন ভ্রান্তি ভুলের সাগর বারি
পান হতে চুন খসলে বারুদ ঝলক তার ঐ দেখতে নারি।।
এ মন আমার লহর তোলে জোয়ার যেমন চুমতে ভূম
ভাটার টানে বইতে চলে বিষাদ তার ওই পরাক্রম।।
পরাক্রমের সে দেশ ভূমে বইছি ভুবন ডিঙিই তার
ভাবছি উদাস শান্ত হৃদে কে আছে মোর আপন পর।।