Sanjay Karmakar
Top Contributor ·deonprtosSwmilc770074m2it1m940hJ7chco99m2323f7500u9iltnisl6·
বিদ্রোহ!!শনির গ্রহ, আজকে রাজার কপালভাতি
তাই কি জেলের টানবে ঘানি-তিনশো তিরিশ দিবা রাতি!!
ফাঁসির সাজা ক্যান হলো নি
চলছে গুজব কানাকানি!!
ভূত কি তবে সর্ষে দানায়!!তার দিয়াছে আঁচল পাতি!!
আমার কিছুই নাই গো কবির গোবর পোড়া মন আছে
আর যা কিছু সব ওই কালা সকল কিছুই খুবলে নিছে!!
হানাহানির গরল ছোবল চলছে খেলা বিষের বীণে
ওরাই রাজা আমরা ফকির-আমরা কবির কালির পিছে।
কবির কিছু চাইলে দিতে আমায় কিছু ধন দাও
স্বল্প পুঁজি দিতেই না হয় আমায় আজি হাঁক দাও!!
দালান কোঠা আর যা আছে-কি আর হবে তা দিয়ে
আমায় দিয়ে এমন সে দান-এক পৃথিবী অমর রও।।
শোকের ছায়ে বোধের ঘায়ে কাঁদছে কবি রব তুলি
দ্যাখ তো হরি হইলো কি আজ আঁকছে মরম মন ভুলি!!
এই তো জীবন ক তো ওরে
চরস গাঁজা মদের দোরে,
আমরা আছি ভালোই রে ভাই-হাল ধরে ওই অন্ধ গলি।