Sanjay Karmakar
Top Contributor ·22 hours ago ·
প্রতিদিন ই ফুল ফোটে রবি উদে ভোর হয়
নদী তারি ধারা বহে চারি ধার মোহময়।।
তারি মাঝে শ্বাপদের ধ্বনি রবে খেলা তার
ক্ষয়িষ্ণু হৃদ মন-সৎ সাধু মেলা ভার!!
বিষ তার বিরূপতা বিকারেতে ধরা আজি
তস্কর শঠ খলে খেলা চলে কারসাজি।
দানবতা পাখা মেলে মন তারি মদিরায়
দংশনে বিষে তারি বসুমাতা মৃতপ্রায়।
সাম্যতা ন্যায় নীতি সবেতেই ঘূণ তার
খর বায়ু ধরাধামে করে চলে ছারখার।
সৌমত্য সুষমতা প্রেম প্রীতি ভালোবাসা
রবি তারি করে কয় কিছু নাই প্রত্যাশা।
এসো আজি পণ করি মরু তারি প্রান্তরে
রণ দিব প্রাণ দিব বলি আজি হুঙ্কারে।।
রুক্ষতা খরো যাহা রক্ষ ও তামসিক
হরিতে সে প্রাণ তারি যাহা কিছু পাশবিক।