Sanjay Karmakar
3d
  ·
আমিও কিছুই কম যাই নে-আগে কিবা পিছে
সামনে আমি মাখন মাখন পিছে গরল বিঁছে!!
মস্ত বড় সাধক আমি
ভিতর ভিতর পচা-আম-ই,
সবাই আমায় যদিও যাচে,(তবে আমি জানি) জীবন আমার মিছে!!