দু পলের জীবনেতে পার্থিব সুখ পেতে-
হানাহানি টানাটানি, ভোগ আর লোভে মেতে
অতিশয় সুখ পেতে-অবিরাম অহঃরহ,
মোরা র্হিংসার বীজ বুনি।।
আরো আরো বেশি পেতে ক্রূরতায় মন মেতে
কামনা ও বাসনা; জিভে ধরা রসনাতে
এ ওর মুখে ছাই-ঢালি মোরা অবিরাম-ই।
দু পলের জীবনেতে পার্থিব সুখ পেতে
হানাহানি টানাটানি।।
বৈরি সে আবহেতে অরি তারি প্রবাহেতে দুর্দম
মানবিক অভিপ্রায় ঊর্মিতে নাহি সেতো দুর্গম,
বঞ্জর ভূমি তার পরিহাসে বার বার
লহু তার বহে খাতে নাহি স্থান একতার,
কাম রতি ভোগ আর-
বিভেদের সঙ্গম।।
বিপন্ন মানবতা বিবেকেতে হুঁশে নাই-দুখ তার
দেশ হতে দেশে বাজে-রণভেরী শঠতার;
প্রভুত্ব প্রবণতা সঞ্চারী বিষ তারি
লু্ন্ঠন লোলুপতা সকাশেতে নরনারী
দিশেহারা আজি প্রাণ-দুঃখে।।
তবু আশা রাশি রাশি স্বপ্নেতে আঁকি মনে-দৌলত
হিরে আর মোতি চাই সংহারে দুখ নাই, বিশ্বে,
মোহ তারি গীতি গান জঠরের আহ্বান-
বাড়ি গাড়ি নারী চাই
আপনার মোক্ষে।
তাই, দু পলের জীবনেতে পার্থিব সুখ পেতে-
হানাহানি টানাটানি, ভোগ আর লোভে মেতে
অতিশয় সুখ পেতে-অবিরাম অহঃরহ,
মোরা র্হিংসার বীজ বুনি।।