Sanjay Karmakar
18h ·
মানবতা ভজন তার ওই; কীর্তনেতে কবির কল
ধ্বংস পানে চলছে চপার অজ্ঞ তারা মানব দল।।
কবির কলে করুণ সুর
বালিই মিশা আশার গুড়,
বিবেক আজি ঘুঘুর বাসায় বোধ আর হৃদে বিষ্টা মল।।
কবির করে ভয়াল গীতি ভয় দেখালো ভজহরি
বলছে গলদ কর্ম মোদের ডুববে পিছে মোদের তরী।।
তাই বলে কী ছল চাতুরি
ছাইড়ে গা'বো ভজহরি,
নাহ রে কবি, হোক না যাহাই ছাড়বো না পাপ করতে চুরি।।
সুনহারা দিন দিবস যাপন চল রে হরি করি
দু চার ক্ষেপ দান মেরে দিন রাত্রে গলায় হরি-
সে নাম নিলেই পাপস্খলন
হোক না যেমন চলন চালন,
ছল চাতুরি পেশায় মোদের শিখর মোরা গড়ি।।
কাঁদছে হরি কাব্যে কবি স্বার্থ তার ঐ করাল ঘাতে
ক না ওকে ইহাই রীতি ঘুর পাঁকে জল বইছে খাতে।।
হোক না তাহা ফিলিস্থান
কিংবা নয়া পাকিস্থান,
চোখ আর কান বুজেই চলি-রইলে ইলিশ মোদের পাতে।।