Sanjay Karmakar
Top contributor  ·ndrSsteoopgm4c1c3t30841u5m6ih77hluia76i481ga01f8i06t8ii5l4t7·

আঁধার যখন ঘনায় আকাশ বাদল মেঘের ঘটা
জীবন পথের পরিক্রমায় গুপ্ত ঘাতক ব্যথা।।
কাটায় ভরা সে পথ গ'লে রক্ত ক্ষরণ পায়ে
এগিয়ে গেলে সাহস বুকে ঊষাই নবদয়ে।।

যে জন যোজন বহ্নি দহে ক্লান্তি যে জন সহে
ভ্রান্তি তথায় নাই কো খানিক সুপ্ত অভিপ্রায়ে।।
ঝঞ্ঝা তুফান পার করে নায়-লক্ষে অবিচল
প্রাপ্তি তথায় পায়েই লুটায় দূর হয় নিশীথ পল।

যে জন দুখে পাগলপারা জোয়ার জলে ভাসে
বান এসে কূল ভাঙলে দেউল কূলহারা হয় ত্রাসে।।
ভীতিই যথায় সঞ্চারণে দিক হারা হয় নায়
ভ্রান্ত দিশায় বয় সে তরী বিপ্রতীপেই রয়।।

অভিলা্ষেই জীবন তোরণ ভাঙা গড়ার কাল
লহর সে তার বইতে চলে ঊর্মিমালার দল।।
সে দল দ'লে চলতে পেলে উদঘাটনের দ্বার
সুখ আর দুখে রইলে অটল হয় না জেনো হার।।