অতীতের স্মৃতি পটে
- সঞ্জয় কর্মকার, বৈদূর্য কবি
Sanjay Karmakar
nopetsSrdofum58575h537uiau404m53icuf1cm60u896a4a76mf0319hg34 ·
(বিঃদ্র) যারা প্রথম পর্ব পূর্বেই অবলোকন করেছেন তারা শুধুমাত্র দ্বিতীয় পর্বটিই পাঠ করতে পারেন যা প্রথম পর্বের নিচে দিয়েছি)
অতীতের স্মৃতি পটে আজি পল মনো ঘাটে
তরী কতো পাল তোলা শত কত ঝঞ্ঝাটে।।
দুর্যোগে দুর্ভোগে অশনিত কষাঘাতে
পথ হারা নায়ে মাঝি ফুলে ফুঁসে লহরেতে।।
অতীতের স্মৃতি পটে আজি পল মনো ঘাটে
স্মৃতি কত মনোহরা শত কত বিভ্রাটে।।
ভ্রম-এ কত হেরি আজি বুঝি নাই সেই ক্ষণে
আজি ঘাটে নিড়ানিতে ভাবি মন আনমনে।।
জানি কাল থেমে সে তো স্থবিরতা নাই সেথা
ফিরে চাওয়া বৃথা তাই সেদিনের ইতিকথা।।
আলো ছায়ে আঁখিদ্বয়ে ভ্রমি রথ রণ তরী
জীব তারা রণে মেতে হেরি শত ঘাত বাড়ি।।
কুহকের পালা ভারি জনে জনে সেনা তার
স্বরূপেতে সোনা পাকা দীন ধরা মনতার।।
অতীতের স্মৃতি পটে আজি পল মনো ঘাটে
তরী কতো পাল তোলা শত কত ঝঞ্ঝাটে।। (চলবে)
অতীতের স্মৃতি পটে-দুই
অতীতের স্মৃতি পটে আজি পল মনো ঘাটে
তরী কতো পাল তোলা শত কত ঝঞ্ঝাটে।।
কত ব্যথা ঝড় তোলে অশান্ত পারাবারে
দগ্ধ সে মনো মাঝে হৃদ তারি কারাগারে।।
অহি তারি জহরের - প্রাণঘাতী সংহার
নির্ঘুমে নিরালাতে সৃজি মনে স্মৃতি তার।।
ম্রিয়মান হয় হিয়া কেঁদে কেঁদে ওঠে মন
আজি পল ফেরি ঘাটে ভেঙ্গে চলে সংযম।।
জানি আছি কাল নাই ভবলোক সাগরেতে
তবু মন আরাধন রতি কামে উঠে মেতে।।
শৈশবে কৈশরে - তরুণেতে তারি পরে
কত শত ঝড় জল মাঝি আজি পার করে-
ফেরি ঘাটে মন মিলে নিক্তিতে তুলে তটে
তরী কতো পাল তোলা শত কত ঝঞ্ঝাটে।
অতীতের স্মৃতি পটে আজি পল মনো ঘাটে।
ক্ষয়িষ্ণু শিলা মাঝি ক্ষয়ে যাওয়া মন তার
বাসনার উপশমে গ্লানি বোধে মানে হার।। (সমাপ্ত)