Sanjay Karmakar
nopetsSrdofum58575h537uiau404m53icuf1cm60u896a4a76mf0319hg34  ·

অতীতের স্মৃতি পটে আজি পল মনো ঘাটে
তরী কতো পাল তোলা শত কত ঝঞ্ঝাটে।।
দুর্যোগে দুর্ভোগে অশনিত কষাঘাতে
পথ হারা নায়ে মাঝি ফুলে ফুঁসে লহরেতে।।
অতীতের স্মৃতি পটে আজি পল মনো ঘাটে
স্মৃতি কত মনোহরা শত কত বিভ্রাটে।।
ভ্রম-এ কত হেরি আজি বুঝি নাই সেই ক্ষণে
আজি ঘাটে নিড়ানিতে ভাবি মন আনমনে।।
জানি কাল থেমে সে তো স্থবিরতা নাই সেথা
ফিরে চাওয়া বৃথা তাই সেদিনের ইতিকথা।।
আলো ছায়ে আঁখিদ্বয়ে ভ্রমি রথ রণ তরী
জীব তারা রণে মেতে হেরি শত ঘাত বাড়ি।।
কুহকের পালা ভারি জনে জনে সেনা তার
স্বরূপেতে সোনা পাকা দীন ধরা মনতার।।
অতীতের স্মৃতি পটে আজি পল মনো ঘাটে
তরী কতো পাল তোলা শত কত ঝঞ্ঝাটে।। (চলবে)