Sanjay Karmakar
Just now  ·

দ্যাখ রে হরি বলিহারি উপরওলা তারেই দুষে
বিধান তার ওই দেইখে কবির বুকের মাঝে দুঃখ পোষে...
জনম যাদের বৃথাই গেলো
সারা জীবন বাঁশ ই খেলো,
দহন তাদের লিখছে কবির কলম ছোঁড়ে তুমুল রোষে।।

অন্তরে বিষ তার ঐ ছোবল আজকে কবি বিজ্ঞতার
হিসেব কষে কাব্য কথায় কী হলো ভাই বিজয় হার।।
বিষয় তার ওই সরল অতি
কেউ খাটে কেউ সমাজপতি,
লোক আর আচার বিচার তাহার; উচ্চ নিচের সমাচার।।

একটু খুশি একটু সুখ-চায় না কে আর বলো
সৎ পথে দিন কাটলে বেলা হয় না জীবন কালো।
মিথ্যা দিয়ে গড়লে জীবন
করাল কালোয় জুড়ায় পবন,
ক্ষণিক সুখের মোহেই মানুষ চালায় অসি ঢাল-ও।।