Sanjay Karmakar
Top contributor
·tdSpooensrctca8g6gug3i6a6tig4uhm141t1l8f8h85fm9tc5gf4h08c51a·
সব ওই মিছে মায়ার জগৎ
আপন কিছুই নয়,
শূন্য দিয়েই জীবন শুরু
শূন্য দিয়েই লয়।
বিত্ত বিষয় ধনের মোহ
নাই পরিজন নাইকো গেহ,
সকল ছাড়ি সুদূর পাড়ি-
দিতেই সেদিন হয়।
কাল তো নদী নাই মোহনা
এপার ওপার নাইকো তার,
যুগ হতে যুগ বইছে ধারায়
ঘূর্ণি তার ওই প্রবল বায়!!
যুগান্তরের ঘূর্ণি পাকে
রঙ সে বাহার কতই আঁকে,
কেহই হেথায় নাই কো অমর-
কালের স্রোতে ভেসেই যায়।
দু পলের ওই জীবন হেথা
সুখ আর দুখের কতকথা,
সাতমহলার শিখর পানে
(হেথায়)
অমরতার বইছে নায়।
যে জন সুধী শুদ্ধ আচার
সৃষ্টি সৃজন তার,
বইলে সুবাস সুঘ্রাণ হরিত
(তাহাই)
অমরতার দ্বার।