(যারা ইতিপূর্বে প্রথম ও দ্বিতীয় ভাগ পাঠ করেছেন তারা ইচ্ছে হলে কেবলমাত্র তৃতীয় ভাগ পাঠ করতে পারেন)
Sanjay Karmakar
Top contributor
· Sspntrdooe5tc55t03h9glfcl551l9h48mm41th139ala8f7m36i6a61i33g ·
I
লালায়িত হই লালিত্য তার রং রূপ তার টানে
আকাশ উদার এ বাতাস অমল পূজিত ধ্যান ও জ্ঞানে।।
জলধি তাহার তরঙ্গে তার প্রাণের উছল গাথা
বিবিধের মাঝে ঐক্য মিলনে এ দেশ আমার মাতা।।
এ দেশ শ্যামল শস্য শ্যামলা স্বর্ণিম ভূম তার
সনাতন সদা শাশ্বত মহান-অমরাবতীর দ্বার।।
বীরের এ দেশ রক্ত শোণিতে বাহিত দেশপ্রেম
শত শহীদের রক্তে রঙ্গিত এ দেশ আমার হেম।।
এ দেশ প্রেম প্রণয়ের দেশ প্রণিপাত প্রণিধানে
স্বরলিপি তার সদয় সহায় ঐশী দিশার পানে।।
প্রভাতে পাখির কূজনে গাহিত ব্যঙ্গমার ওই গান
ঊষা তারি বিভা; সূচিত সতত শুভ তারি আহবান।।
II
উত্তরে নগ শৈল শিখর তুষারের হাতছানি
দিব্য সে রূপ বিভায় তাহার পাহাড় দেশের রানী।।
মহান এ দেশ মহীহান তার সম্পৃতির ওই গীতি
বহুধা হেথায় ধর্ম ভাষায় নাই অরি নাই ভীতি।।
মন্দিরে রব শ্রী হরি তার মসজিদ আজানেতে
গীর্জায় রয় জেসাস হেথায় এ দেশ এই মেদিনীতে।।
গড়িমা তাহার বিবিধ বাহার আর কোথা কোন দেশে
আজ এই ধরা; রণ আর লহু রক্ষ দানোর বেশে।।
নাই মানবতা মানব হৃদয়-প্রশান্তির ওই ছায়া
কোমলতা নাই স্নেহ সম্পদ তার-নাই প্রীতি নাই দয়া।।
বাঁধিতে এ ভব প্রীতির বাঁধনে-মোরা উন্মুখ রই সদা
মানবতা তার বোধনে প্রণয় মাতায় প্রিয়ংবদা।।
III
সাম্যের গড় কেহ নাহি পর স্তুতি গানে তার মাতা
বক্ষে লালিত সুষমা সলিলে হে মোর ভারতমাতা।।
গঙ্গা যমুনা ত্রিবেনীর ত্রয়ে সরস্বতী মোর মাতে
পুণ্য সলিলা এ ভূম তাহার প্রবাহিত নীর খাতে।।
কৃষ্ণা কাবেরী গোদাবরী প্রাণ উর্বরা ক্ষেত ভূমি
গাঙ্গেয় দ্বীপ প্রাণ প্রবাহেতে চরণে মাতায় নমি।।
হে মোর প্রাণ; প্রদায়িনী মাতে ভাগ্য বিধাতা মোর
তব নামে জাগে পুলকিত হৃদ-ঊষার বোধনে ভোর।
নানা নানা রঙ আচার ও বিচারে ভূ্লোক হেথায় লীন
সুভাষণ আর প্রতি প্রণয়েতে-বিভেদেতে নই দীন।।
বসুধা হেথায় বহুরূপে তার এ দেশ সম্মিলনের
মহা মিলনের দেশ এ দেশ আমার বিশ্বে সম্ভাষণের।(ক্রমশঃ)