Sanjay Karmakar
rsSpoeotdnlut216u06u3l2utm1mc79f2h0t1lhciclff4um4l1tc0flccm2·

লালায়িত হই লালিত্য তার রং রূপ তার টানে
আকাশ উদার এ বাতাস অমল পূজিত ধ্যান ও জ্ঞানে।।
জলধি তাহার তরঙ্গে তার প্রাণের উছল গাথা
বিবিধের মাঝে ঐক্য মিলনে এ দেশ আমার মাতা।।
এ দেশ শ্যামল শস্য শ্যামলা স্বর্ণিম ভূম তার
সনাতন সদা শাশ্বত মহান-অমরাবতীর দ্বার।।
বীরের এ দেশ রক্ত শোণিতে বাহিত দেশপ্রেম
শত শহীদের রক্তে রঙ্গিত এ দেশ আমার হেম।।
এ দেশ প্রেম প্রণয়ের দেশ প্রণিপাত প্রণিধানে
স্বরলিপি তার সদয় সহায় ঐশী দিশার পানে।।
প্রভাতে পাখির কূজনে গাহিত ব্যঙ্গমার ওই গান
ঊষা তারি বিভা; সূচিত সতত শুভ তারি আহবান।। (ক্রমশঃ)