Sanjay Karmakar
npdoStrose1m4m6iufahlh4f9mm2f7800al3i078gg12u5mtmgaa1a5la9u·

তুমি ছিলে প্রাণ পুরুষ প্রেমের অগ্রদূতের রথ
অগ্নিবীণায় জ্বালিয়ে আগুন সাধলে মনোরথ।
ব্রিটিশ রাজের মাথায় বাড়ি মন্ত্রে স্বদেশীর
সাধলে গাথায় গর্জনেতে উচ্চে মায়ের শির।
একই বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান
সাম্যতার ওই উড়িয়ে নিশান গাইলে জয়ের গান।
ঝড় ঝঞ্ঝা তুফান মাথায় সাধলে তুমি মাঝি
আজ ও ঝরায় আগুন জ্বালায় অমর তুমি কাজি।
বিপ্লবের ওই লিপ্ত শিখায় তোমার দেওয়া তেজে
জাগলো দেশের দামাল সেনা উঠলো শিঙ্গা বেজে।
আর কারাবাস বন্দি তুমি শিকল ভাঙার গা্ন
ভাঙ রে কারা রক্ত ঝরা আজ ও জাগায় প্রাণ।।
হারিয়ে তুমি যাও নি কবি হৃদয় মাঝে তুমি
তোমার দেওয়া সে পথ মাড়াই চরণ তোমার চুমি।।