কেউ একজন রক্ত চেয়েছিল অনেক রক্ত অনেক প্রাণ
আজও চোকেনি সে ঋণ তাহার, সেই রক্তিম অবদান।
রক্তে রক্তে শিরায় শিরায় ভক্তি তার ওই প্রীতি
আজ দিনে গাই তার সে শ্লোগান-স্বদেশ প্রেমের গান!
"তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব"
কেউ একজন রক্ত চেয়েছিল অনেক রক্ত অনেক প্রাণ
আজও চোকেনি সে ঋণ তাহার, সেই রক্তিম অবদান।
এ দেশ প্রেমের এ দেশ হেমের পূণ্য ভারত ভূমি
অমর সে জন সিপাহি এ দেশ-হে বীর তুমি চির অম্লান।
কেউ একজন দৃপ্ত কন্ঠে ঘোষণা করেছিল আপস নয় পূর্ণাঙ্গ স্বরাজ চাই
পেয়েছি তো সে দেশ রামের তবে-সে জন তারে ফিরে পাই নাই।
অনেক কেঁদেছে এ মন আমার তার ওই সঙ্গ তরে
হে বীর আজিকে জনে জনে মনে-তোমারে ফিরে পাবার বাসনাই।
কেউ একজন দৃপ্ত কন্ঠে গেয়েছিল আপস নয় পূর্ণাঙ্গ স্বরাজের গান
কেউ একজন রক্ত চেয়েছিল অনেক রক্ত অনেক প্রাণ।
আজও চোকেনি সে ঋণ তাহার, সেই রক্তিম অবদান
অমর সে জন সিপাহি এ দেশ-হে বীর তুমি চির অম্লান।