Sanjay Karmakarবাংলা কবিতা - ভারত
Top contributor
· ·
"মা জেগে রয় শুধুই মনে"
মা বিনে এই ধরার বুকে
কেই বা আসে বলো,
শ্রষ্টা সে তো জীবন আমার
পুষ্প শাখা দল ও।।
আজ রবো কাল কেই বা বলো
অমর কেহই নাই
মা বিনে ম্লান জগৎ সভায়
আর কে আপন ভাই!!
তাও কি পারি বড়াই নহে
জায়ার ছোবল ঘাতে
মা জেগে রয় শুধুই মনে
আর এই কাব্য খাতে।।
"গণিতের আখড়াতে"
গণিতের আখড়াতে প্রভাতেই তারা দেখি
যোগ ভাগ গুন শেষে বিয়োগেরি সুরে পাখি।।
ওরে ডানা মিলে দে
ভয় নাই বিপদে,
উড়ে যেতে নাই মানা সুখ পেতে পাকাপাকি।।
"ওসব ভরঙ কইতে বারণ"
বিশ্ব ব্যাপী বিশ্বাসের-কেনই খুনে মাতলো মন
আমরা সাধু সন্ত জনায় খুবলে যে খাই তার ওই মান!!
তুক তাক ফুঃ ঝাড়ন ফো্ড়ন
বুঝবে কী আর কার্য কারণ,
ওসব ভরঙ কইতে বারণ-ও সব বেচেই কামাই ধন।।
"বয়স হলে"
বয়স হলে বায়স যেমন কেউ রবে নি কাছে
তুমিই শুধু তলায় রবে আর সকলে গাছে।।
আম খাবে খুব আঁটিই দিবে
দুঃখে পরাণ পীড়ন ভবে,
ভাববে শুধুই মরণ এলেই-প্রাণটা বুঁঝি বাঁচে।।