Sanjay Karmakar
Top Contributor
· 23h ·
বিভাকরের দিব্য শিখায়
বসুন্ধরার প্রাণ-
তুই সখী মোর করের দিশা
সুধায় মাতে প্রাণ।।
সাগর যেমন ঊর্মি মালায়
বিভায় উছলায়-
লহর সে মোর তুই-ই নদী
আয় রে ফিরে আয়।।
আঁধার রাতের জোনাক আলোক
জলজ্বলিয়ে জ্বলে-
মন মদিরায় সেই আলোকে
নৃত্য তোর ওই চলে।।
তুই সখী মোর করের দিশা
হৃদয় আলোক মোর-
তোর বিহনে রইতে নারি
আঁধার ঘনঘোর।
আয় রে ফিরে তোরেই ঘিরে
স্বপ্নালোকের দেশে-
দিবস রাতি স্বপ্নে মাতি
যাই রে আমি ভেসে।।
ও নদী তুই পাগলপারা
কোন দুয়ারে বইলি তুই
এ গাঙ আমার চর জেগেছে
হন্যে হয়ে খুঁজতে রই।।