Sanjay Karmakar
Top Contributor
· Sodpnerots443169ch0f832amh81tt180g0m82icg5lathalhutalhu3808t·
এ পার ভাঙে নদেয় যেমন
ও কূল গড়ে সে তো,
আজ দিনে রণ চলছে সদাই
নারী নদীর ব্রত।।
রোজ নামচা খাতায় দেখি
নারী নদীর গাথা,
এ পার দিশা হারায় কতই
ও পার গড়ে তথা।
ও নদী তুই ভাঙলি সোহাগ
এ কূল দিলি ভেঙে,
ভাবলি না কো আসবে জোয়ার
ও কূল তোর ঐ গাঙে।।
দিব্য প্রেমের ঝলক বারি
ভাসিয়ে নিবে সব-ই
কোকিল কাকের খেলায় মেতে
বুঁঝতে সেদিন পাবি।
অপেক্ষাতেই রইনু আমি
তোর সে পথেই চেয়ে,
সব ভুলে হৃদ ভাসবো সাগর
সেদিন আমার নায়ে।।