Sanjay Karmakar
Top Contributor
· ·
দিব্য প্রেমে উছল হৃদয়
হেথায় ডিঙি নায়-
সব ভুলে মান আয় রে সখী
প্রেমের আঙিনায়।।
তোর বিহনে রইতে নারি
অরূপ রতন ধন-
বজ্র বাদল ঝঞ্ঝা তুফান
চলছে প্রবল রণ।।
বজ্রাঘাতে ভাঙছে এ হৃদ
কালবোশেখীর ঝড়ে-
ঘুর্ণি বাতাস আছড়ে বেড়ায়
দুঃখে হৃদয় দ্বারে।
ও নদী তুই ঊর্মিমালায়
লহর তুলে আয়-
চন্দ্রাতপে জুরায় এ প্রাণ
এ পার গাঙে আয়।।