Sanjay Karmakar
·
কাঁদবো না আর ভূঁই এর প'রে রইলো আজি পণ
প্রাণ দেবো না পাষাণ শিলায়-আব্রু বিসর্জন।।
শ্বাপদ যারা এই ধরণী অগ্নি কামের জ্বালে
বিদ্ধ করে বিষের ফলায় মারবো মশাল জ্বেলে।।
এক পৃথিবী আঁধার ঘনায় বিবেক রোধী বাণে
আর পৃথিবী আগুন ছড়ায় আর.জি.করের কোণে।।
ও মেয়ে তুই মরিস নি তুই বহ্নি শিখায় জেগে
(আজি) লক্ষ প্রাণের ধাইছে নিনাদ দাবানলের বেগে।।
ঈশান কোণে জাগলো বাদল মাদল বাজে ঐ
পার পাবে না হিংস্র ক্রূর রাঘব বোয়াল রুই।।
ফল্গু ধারায় বইছে অনল শিরায় শিরায় রব
হায় রে বিধি বিঁধলি পরাণ এমন তোর ওই ভব!!
কি অপরাধ কিসের বিধান শুধাই ওরে রবে
ভাবলে সে ক্ষণ শিউড়ে উঠি চলকে উঠি লাজে।।
ও মেয়ে তুই আছিস জেগে লক্ষ হৃদের প'র
ন্যায়ের নায়ে উদবে সুরজ তিমির তমার পর।