Sanjay Karmakar
Top Contributor ·
19 hours ago ·
আজ আছি কাল নেই তো ধরায়
সেই সত্য কেমন ভুলি!!
আখেরাতের দিন যে কবে
কোথায় যে সেই নয়ানজুলি।।
তবুও চলি চলতে যে হয়
স্বজন আপন তাহার মাঝে,
ধনের পিছন ছুটতে চলি
দিন প্রতিদিন সকাল সাজে!!
মরণ এলে লইবো গলে
এর বেশি আর সাধ্য নেই,
পিতার আগে কিংবা মাতা
ভ্রাতা কিবা ভগ্নী সখা
প্রাণ প্রণয়ের প্রেমের সই!!
ইহলোকের মায়ায় এ মন
মন্দ পানেই ছুটছি রবে-
হিংসা দ্বেষে বদ্ধ হৃদয়
তা হতে ভাই ত্রাণ তো পাবে।