ছল ছল চোখ করে
কলকল ঝরে
বকা দিলে দুই চোখ
মরমেতে মরে।
সোহাগেতে সুহাসিনী-
অপরূপে ফোটে ফুল
কল কল ধ্বনি তার
উছলায় দুই কূল।
ঝুম ঝুম মল তার
ছোট ছোট দুই পায়
আকাশেতে তারা ফোটে
রঙ রূপে আলতায়।
মোহনাতে ছোটে নদ
ঘন ধরা বরষায়
নোহা বিনে মোদের ওই
ঘন মেঘে ঘর ছায়।
নোহা এক ছোট নদী
কুলুকুলু ধারা তার
রাগে ভারি তরী তারি
চর জাগে খরোতার।
চাঁদ তারা বিভাবরী
আলো দেয় দিনে রাতে
নোহা বিনে আলয়েতে
নাই স্রোত উজানেতে।
নোহা তুমি বেঁচে থাকো
হৃদয়ের আঙিনায়
তমসায় আলো হয়ে
স্নিগ্ধ সে জ্যোৎস্নায়।