(পৃথিবীতে যত নগ্ন ভাস্কর্য রয়েছে নগ্ন হওয়া সত্ত্বেও সেগুলি কেন এত বিখ্যাত দিন কয়েক অনেক চিন্তার পর আমি যা অনুভব করতে পেরেছি তা কাব্যাকারে লিখে গেলাম)
নগ্ন যখন শিল্প সম
শালীন কুলীন বটে
শিল্প বিনে নগ্ন যাহা
শ্লীল হীনতাই ঘটে।
দৃষ্টি যখন শিল্পে মাতে
নগ্ন তথায় আভরণ
শিল্প বিনে নগ্ন যাহা-
নগ্ন তথায় তন মন।
শিল্পী সে তার তুলির টানে
সন্মোহনের জালে
বিছায় লুকায় নগ্ন যাহা
বর্ম তার ওই ঢালে।
(নগ্ন তথায় আভরন অর্থাৎ নগ্নতাই সেখানে পরিচ্ছদ হিসাবে প্রকাশ পায়। নগ্নতাকে শিল্প হিসাবে প্রকাশ প্রায় অসম্ভব কাজ বলেই আমার মনে হয়েছে। যে সকল শিল্পী তা করতে সক্ষম হয়েছেন তারা অবশ্যই মহান। )