নিয়তির গতি তারি তালে ক্ষিতি
মরুৎ ও বারির খেলা
নিত্য নিয়তি খেলে যায় হেথা
প্রত্যহ দুই বেলা।
কেহ হাসে কেহ কাঁদে
বেদনায় হত হীন
বিধির বিধান তাহারি আপণ
ধ্বজা তাহারি উড্ডীন।
তারি নাগপাশে সৃজন ও নাশে
বাহিত জীবন রথ
কত শত আশা স্বপ্ন রঙিন-
কভূ আশাহত মনোরথ।
কেহ ধনী কেহ, আপনার গেহ
ভূতলে শায়িত তথা
মান অভিমান যশ অপযশ-
(সবই) বিধির ওই কতকথা।
চাতক যেমতি পিয়াসি এ মন
মত্ত মদন তার
খেলা তারি চলে নীলাচলে হেথা
প্রাপ্তি কিবা হারাবার।
আপণ> দোকান।