এ কেমন স্বাধীনতা এ শাসক কারা!!
প্রবাদপ্রতিম বঙ্গবন্ধুর প্রতিমূর্তি ভাঙচূর করে যারা!!
সত্যই কি স্বাধীনতা!! দিতে পারে ক্লেদ
প্রবাদপ্রতিম বঙ্গবন্ধুর প্রতিমূর্তি ভাঙচূর করে যারা!!
যার বলিদান আকাশ সমান নিখাদ দেশপ্রেম
আজ অবসান কালোয় ঘনায় সেই ধ্রুবতারা-
এ কেমন স্বাধীনতা এ শাসক কারা!!
প্রবাদপ্রতিম বঙ্গবন্ধুর প্রতিমূর্তি ভাঙচূর করে যারা!!

কবিগুরু আর নয় ফেলে দিয়ে জলে,
দেশ জাতি বুঝে যাবে কোন জাতাকলে!!
দুদিনেই কেটে যাবে মধু মোহ ভ্রান্তি,
বারুদের তলে রবে ঘরে ঘরে প্রাণ-টি।।

টাকা তার মাঝে তিনি টাকশালে মেশিনেতে
পারবে কি ফেলে দিতে সেই টাকা কেটে কুটে।।
বুকে তিনি হৃদে তিনি সৌরভে জেগে রন
পারবে কি তুলে নিতে করে কোনো মহারণ।।
লজ্জায় সবে চায় ঘৃণা জাগে বিশ্বের
এভাবে কি চড়া যায় সোপানেতে শীর্ষে??

স্বজাতির প্রীতি মোহ নহে কোনো অন্যায়
কেন আর কেহ ভেদে ভেসে যাবে কান্নায়!!
দুদিনের পৃথিবীতে কেন এত ভেদাভেদ!!
অনলের শিখা তাতে জমা হলো কিছু ক্লেদ।
আজি হলো মাথা হেট দেখে সারা বিশ্ব
সারা দেশ জাতি আজি-আজি হলো নিঃস্ব।।