বিরহজ্বালায় জ্বলছে হিয়া
এ মন মদিরায়
এক সাগরের দুঃখ বুকে
হৃদয় তমসায়।
না পাওয়ার ওই ব্যথায় ভরা
তপ্ত মরু নাই সাহারা,
আঁধার ছায়ে দহন তাহে
দিকহারা আজ
নায়।

আর সারথী প্রেমের সাথী
সে পথ গেছে চলে
বজ্রাঘাতে নীরার বুকে
ছলকে অবহেলে,
উঠলো তুফান মনের মাঝি
ঘূর্ণি সে বায় প্রলয় রাজি,
পরাণ আজি নাই রে নীরা
তাহার আকাশ
নীলে।

সন্তাপেতে সাগর মাতে
মরুত বায়ু ক্ষিতি
বিলোপ তারি শপথ গাথায়
নীরার প্রেমের
গীতি।

পলকহারা পথিক বাউল
স্তব্ধ তাহার গান
পঙ্খী সকল চঞ্চু বিহীন
ধূসর আসমান।
জলদ বায়ে ভরলো আকাশ
অঝোর ধারায় ঝরে,
নীরার দুখের ব্যথায় কাতর
ক্লিষ্ট কলেবরে।  (ক্রমশঃ)